স্টাফ রির্পোটার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল এবং একই সময়ে চাকমা সম্প্রতায়ের সাথে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় দুল্যাতলী ইউনিয়নে জুনিয়র হাইস্কুল মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় অধিকাংশ উপজাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১২টায় উপজেলা সদরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ২ঘটিকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে চাকমা সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩ঘটিকায় মহিষকাটা এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষ বিকাল ৫ঘটিকায় মগাইছড়ি এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখিত কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রবিন চন্দ্র চাকমা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি দেব রানী চাকমা, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুল আলম সুমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামশুল ইসলাম, সহ-সভাপতি অংগ্য প্রু মারমা, দেলোয়ার হোসেন ফরাজি, উপজেলা যুবদলের আহবায়ক মকবুল আহমেদ, ছাত্রদলের আহবায়ক উথোয়াইচিং মারমা উত্তম, মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রিয়াজ, ওলামাদলের আহবায়ক মাও. আনোয়ার উল্লাহ, শ্রমিক দলের আহবায়ক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা পরিষদ সাবেক লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবু দশরথ তালুকদার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব কর্মসূচি থেকে উন্নয়নের কান্ডারী, আস্থা ও ভরসার জায়গা সকলের প্রিয় ব্যক্তিত্ব জননেতা ওয়াদুদ ভূইয়াকে সকলে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আহবান জানানোর পাশাপাশি তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন বক্তারা।