স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদান করেন।
উল্লেখ্য যে, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেন। অত্র বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্য যারা রাজশাহী বিভাগে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। লক্ষীছড়ি উপজেলার কৃতি ফুটবলার ক্রাথুইপ্রু মারমা এবং ক্রউচিং মারমাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোঃ নাজমুল হুদা অন্যান্য শিক্ষকবৃন্দদের পুরষ্কৃত করা হয়। এছাড়াও জোন কমান্ডার উক্ত স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সহায়ক সামগ্রী (ল্যাপটপ, প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রীন) ও খেলাধুলার সামগ্রী (ফুটবল এবং ক্যারাম বোর্ড) হস্তান্তর করেন।
লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পাহাড়ি ও বাঙালী ছাত্র/ছাত্রীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বের গুনাবলী এবং শিক্ষার প্রতি আগ্রহ বহুগুনে বৃদ্ধি পাবে। এছাড়াও আর্থ সামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি জোন সবসময় পাশে থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
লক্ষীছড়ি উপজেলার বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ছাত্র/ছাত্রীরা এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা করেছেন।