• December 3, 2024

লক্ষ্মীছড়িতে স্থগিত ২কেন্দ্রের ভোট গ্রহণ চলছে …

 লক্ষ্মীছড়িতে স্থগিত ২কেন্দ্রের ভোট গ্রহণ চলছে …

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের ভোট গ্রহণ চলছে।  বুধবার সকাল ৮টা থেকে দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি ইউনিয়নের যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে ২কেন্দ্রেই। আনসার-ভিডিপি ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি। রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ভোট গ্রহণের শুরুতেই দেওয়ান পাড়া কেন্দ্রে ভোটার উপস্থিতি  ছিলো লক্ষনীয়। ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোরদের দীর্ঘ লাইন দেখা যায়। প্রথম ২ঘন্টায় ভোট পড়েছে প্রায় ৮০০।  মিনিটেই একটি কক্ষে ভোট পড়েছে ১৮টি।  যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভোটার সউপস্থিতি শুরুতে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এ উপস্থিত আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। প্রথম এক ঘন্টায় ভোটাররা ভোট প্রয়োগ করেছেন ৩০০টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানা গেছে শুরুটা দিনের আবহাওয়া প্রতিকুল না থাকলেও বৈরী আবহাওয়ায় ভোটার উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি ১৪জন, পুলিশ ১২জন, বিজিবি ২প্লাটুন করে এবং র‌্যাব’র একটি টহল রয়েছে। ২জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়।

৮মে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৬হাজার ১৭০ ভোট। ইউপিডিএফ সমর্থীত কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৬হাজার ৪৪ভোট।

জানা যায়, দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩হাজার ২২২ ভোট। যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২হাজার ৩১৪ ভোট। ২ কেন্দ্র মিলে মোট ভোটার রয়েছে ৫হাজার ৫৩৬ ভোট।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৪াহাজর ২৪৩ভোট। ২হাজার ৪৯৪ ভোট পেয়ে তুলোনামূলক বেশি পিছিয়ে রয়েছেন রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রæ মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫হাজার ২২৩ ভোট। ৯৭৯ ভোটে পিছিয়ে থাকা মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক ভাগ্যচক্রে জীততেও পারেন।

লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ২১হাজার ৭২২ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৯৪০ ভোট এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮২ ভোট।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post