লক্ষ্মীছড়ি হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৯সনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ জানুয়ারি সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নকল হবে না, নকল করার কোনো সুযোগ নেই। সুধু তাই নয়-পরীক্ষা চলাকালীন সময়ে কারো খাতা দেখে লেখা যাবে না, আবার কাউকে নিজের খাতা দেখানো অপরাধ হিসেবে গণ্য হবে উল্লেখ করে যে কোনোভাবেই অসাদুপায় অবলম্বন করিলে বহিস্কার করা হবে বলে হুশিয়ার করেন। প্রধান অতিথি এটাও বলেন, ভয়ের কোনো কারণ নেই। পরীক্ষা কেন্দ্রে আসতে হবে খুশি মনে। প্রস্তুতিটা আগেই সেরে ফেলার আহবান জানান তিনি।
লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, লক্ষ্মীছড়ি থানার ওসি(তদন্ত) মো: শাহেনুর, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বিদ্যালয়ের শিক্ষিকা রুপালী চাকমা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন আয়শা আক্তার, ৭ম শ্রেণির ছাত্রী হোসনে আরা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষাক আব্দুর রহিম মিয়াজি।
একই অনুষ্ঠানে অবসরজনিত কারণে সহকারি প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম সরদারকে সংবর্ধনা দেয়া হয়। এবার লক্ষ্মীছড়ি হাইস্কুল থেকে ৩৫২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। একযোগে আগামী ২ ফেব্রুয়ারি শনিবার বাংলা ১মপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি হিসাব বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে সারা দেশের এসএসসি পরীক্ষা।