লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম বর্মাছড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে শিক্ষা উপকরণ ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়।
৬ জুলাই বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থ বছরের বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের অর্থায়নে শিক্ষা উপকরণ ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইসালা চৌধুরী।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।