আলুটিলায় মালবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত:৩

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার সদর থানাধীন আলুটিলায় ট্রাক ও দুইটি ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০ টার দিকে এ

লক্ষ্মীছড়িতে অভিযানে আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
পৌর নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি
রামগড়ে মোবাইল কোর্টে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার সদর থানাধীন আলুটিলায় ট্রাক ও দুইটি ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার তিনটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিন গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।