আলুটিলায় সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৪
স্টাফ রিপোর্টার : মাটিরাঙ্গা পার হয়ে আলুটিলার বড় ব্রিজ নামক এলাকায় যাত্রীবাহী বাস উল্টে রফিক(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত ১৪জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, ২১ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি আসছিলো। সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির প্রবেশ মুখের আলুটিলার বড় বিজ্র নামক এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতদের মধ্যে অনেকেই বলেন, দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলে গাড়ি চালাচ্ছিলেন। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।