আ.লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুল দিয়ে বরন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মঙ্গলবার মনোনয়ন নিয়ে ঢাকা থেকে ফেরার পথে রামগড়, গুইমারা, জালিয়াপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি সদর নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। এদিকে ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুর খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি আপর্ণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। ২৯৮নং খাগড়াছড়ি আসনে ২য় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত রবিবার (২৫নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম হাতে নিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য, নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, মংশিপ্রু চৌধুরী অপু, সদর আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সম্পাদক চন্দন কুমার দে, পার্বত্য জেলা পার্থ ত্রিপুরা জুয়েল, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামীযুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক পৌর কমিশনার প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।