• December 27, 2024

ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি: রাজস্থলীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির উদ্যোগে মা ও অভিভাবক সমাবেশ গত সোমবার বিদ্যালয়ে শ্রেনী কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ কামরুন নাহার বেগমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার মোঃ ইউসুপ আলী সদ্দার, সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন, ইসলামপুর এলাকার কারবারি ও আনসার ভিডিপির পিসি আবদুল জলিল মোড়ল, ইসলামপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ওসমান গনি, যুবলীগের নেতা মোঃ সাহেব আলী খোকা, মোঃ মনিরুজাম্মান মনির, প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা, ইউনিসেফ পাড়া কেন্দ্রের শিক্ষক বিলকিছ আকতার।

এসময় ছাত্র-ছাত্রীদের অভিভাবক, পাড়াকেন্দ্র, ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষক, শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post