উপজেলা পরিষদ নির্বাচনে মানিকছড়িতে ফাঁকা মাঠে চলছে ভোট গ্রহণ

আবদুল মান্নান,মানিকছড়ি: আজ ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। মানিকছড়ি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচন হ

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে সর্বত্র আলোচনায় বাবুল চৌধুরী
পানছড়ি আ‘লীগের বর্ধিত সভা: চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর আবেদন
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে আ’লীগের ফরম বিক্রি শুরু

আবদুল মান্নান,মানিকছড়ি: আজ ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। মানিকছড়ি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচন হচ্ছে। এ পদে এখানে প্রার্থী ৪জন। ১৬ ভোট কেন্দ্রে উত্তাপ,আমেজ ছাড়াই অনেকটা খালি মাঠে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল ৮ থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোন প্রার্থীই ভোট গ্রহণ নিয়ে কোন প্রকার অভিযোগ করেনি। ফলে শান্তির্পূণ পরিবেশে ভোট গ্রণ চলছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টা থেকে উপজেলার ১৬টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে। বলতে গেল প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। অনেকটা ফাঁকা মাঠেই চলছে ভোটের কার্যক্রম। সকাল সাড়ে ৮টায় গবামারা,গচ্ছাবিল কেন্দ্র ও সাড়ে ৯টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ৫ মিনিট,১০ মিনিট পর পর একেকজন ভোটার ভোট কেন্দ্রে আসছে। তবে ভোট গ্রহনের পরিবেশ ছিল শান্তির্পণ। কেন্দ্রের সামনে কোন প্রার্থীর লোকজনের অনাকাঙ্খিত ভিড় ছিল না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।