কাউখালীতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: কাউখালী উপজেলাকে আরো একধাপ এগিয়ে নিলো ইসলামিক এজেন্ট ব্যাংকিং এর শাখা। আমরা আশা করি কাউখালী উপজেলার সাধারণ জনগনকে সঠিক ও নিরাপদ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে এই এজেন্ট ব্যাংকিং।
২৮ মার্চ বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলার পোয়াপাড়া বাজারের মীর সুপার মার্কেটের ২য় তলায় ইসলামী এজেন্ট ব্যাংকিং এর আনুষ্টানিক কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, আমার দেখা কাউখালী উপজেলায় আরো একটি বেসরকারী এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম দেখেছি, যেখানে মাঝে মাঝে অনেক অনিয়মের অভিযোগ এসেছে, তাই আমরা আশা করবো ইসলামিক ব্যাংক বাংলাদেশ এর এজেন্ট ব্যাংকিং শাখাটি আমাদের সঠিক সেবা নিশ্চিত করবে। তিনি সাধারণ জনগনের উদ্দেশ্য আরো বলেন, ইসলামিক ব্যাংক বাংলাদেশর প্রথম শারির একটি ব্যাংক, আপনারা নিরাপদে এই এজেন্ট ব্যাংকিং এ লেনদেন করতে পারেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন এর মো: নাইয়ার আজমের সভাপতিত্বে এবং মেসার্স আল ফাতেহা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, কাউখালী ইউসিসিএলি: (বিআরডিবি) চেয়ারম্যান বেলাল উদ্দিন, কাউখালী থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া, যুবলীগ নেতা নাজিম উদ্দিন প্রমূখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাঙ্গামাটির জোনের পরিচালক সালাউদ্দিন আহমেদ। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন কাউখালী উপজেলার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মো: এমরান হোসাইন রাজু।