কাপ্তাই তথ্য অফিসের গণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসাবে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত বাঙ্গালহালিয়া বাজার ও এডভেন্টিস্ট হিল ট্রাস্টস সেমিনারী এন্ড স্কুলে গণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের লোক সংগীত দলের বসুদেব মল্লিক এর নেতৃত্বে শিল্পীর শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভীষ্ট, দূর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, বাল্যবিবাহ, শিক্ষা ও মানব পাচার বিষয়ে সংগীত পরিবেশন করেন। কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন বলেন, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় আমাদের এ প্রচার কার্যক্রম চলমান রয়েছে।