কালবৈশাখী ঝড়ে লংগদুতে ব্যাপক ক্ষতি, নিহত ১
লঙ্গদু প্র্রতিনিধি: লংগদু উপজেলায় (৩১মার্চ) রাত নয়টায় হঠাৎ করে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একজন মৎসজীবি নিহত হয়েছে।এছাড়া বিভিন্ন এলাকায় গাছাপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্তএবংএলাকাবাসীর সূত্র জানায়, গতকাল (রবিবার) উপজেলার লংগদু ইউনিয়নের ফুরেরমুখ সাধুটিলা নামক এলাকার বাসিন্দা আব্দুর রহীমের পুত্র মিজানুর রহমান(২৬) নৌকা দিয়ে কাপ্তাই হ্রদে মাছ সংগ্রহ করছিলেন। ঐদিন রাত নয়টার সময় হঠাৎ করে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়।
অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজ সোমবার এলাকাবাসীরাবিকালে বাড়ীর পাশে নদীতে ভাসমান অবস্থায় তার মৃত দেহ খুজেঁ পেয়েছেন ।