খাগড়ছড়িতে ১২০ টাকার আবেদনে নিয়োগ পেলেন ৯ পুলিশ কনস্টেবল

স্টাফ রিপোর্টার: খাগড়ছড়িতে ১২০ টাকার আবেদনে নিয়োগ পেলেন ৯ পুলিশ কনস্টেবল। কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধা-যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়। বুধবার ১৪ মৌখিক পরীক্ষা শেষে বিকালে পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল (পিপিএম)।
খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১ জন। তাদের মধ্যে থেকে ৯ জন উত্তীর্ণ হয়। অপেক্ষমাণ রয়েছেন ৩ জন। উত্তীর্ণদের ৭ জনই দিনমজুর ও অটোচালক বলে সূত্র জানা গেছে।