• April 29, 2025

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

 খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 259.95087; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে খাগড়াছড়িতে উপজেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ মার্চ শুক্রবার সকালে অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজনে খাগড়াছড়িতে ৩৬০০ জন ভাতাভোগী উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ক্যান্টনমেন্ট এর উপ-পরিচালক মোঃ আরিফুল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির গুইমারা আনসার ব্যাটেলিয়ন এর পরিচালক এ এইচ এম মেহেদী হাসান।

এ সময় প্রধান অতিথি গুইমারা আনসার ব্যাটেলিয়ন এর পরিচালক এ এইচ এম মেহেদী হাসান বলেন, আসন্ন ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ঈদ আনন্দ যেন প্রত্যেক সদস্য সুন্দর ভাবে পালন করতে পারে ভাতাভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি মনে করেন, এই উপহার সামগ্রী পেয়ে তৃণমূল ক্যাম্পের সদস্যরা অনুপ্রাণিত হবেন। এবং মহাপরিচালক মহোদয়কে এরকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পবিত্র ঈদের আগ মুহুর্তে এই ধরনের পদক্ষেপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদসরা অত্যন্ত আনন্দিত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post