খাগড়াছড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ’র চাল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ’র চাল বিতরণ করেছে খাগড়াছড়ি পৌরসভা। মঙ্গলবার ৩জুন সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ভিজিএফ’র চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌরসভায় বসবাসরত প্রতিটি পরিবার’কে ১০ কেজি করে প্রায় সাড়ে ৪ হাজার ৬শ ২১টি পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে পৌরসভা।
বিতরণ কালে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সামনে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আযহা। খাগড়াছড়ি পৌর প্রসাশন চেষ্টা করেছে পৌর একালায় কোনো পরিবার যেন বাদ না পরে। সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে।