খাগড়াছড়িতে খাদ্যশস্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, উগ্র সাম্প্রদায়িকতা চরম বৈষম্যের প্রতিবাদে কাল মানববন্ধন

পাহাড়ের আলো: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ যৌথ আয়োজনে পার্বত্য উপদেষ্টা, সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে খাদ্যশস্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, উগ্র সাম্প্রদায়িকতা চরম বৈষম্য প্রতিবাদে পার্বত্য উপদেষ্টা পদ থেকে অপসারণ দাবিতে আগামীকাল বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি সেলিম মার্কেট হতে শাপলা চত্বর মুক্তমঞ্চ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক প্রেসবার্তায় জানানো হয়েছে।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি / সম্পাদক কর্তৃক প্রেরিত প্রেসবার্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিডিয়া কভারেজের জন্য সংবাদপত্রের প্রতিনিধি প্রেরণের অনুরোধ করা হয়।একই সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক টিভি চ্যানেলের প্রতিনিধিগণকেও উপস্থিত থেকে সংবাদ কাভারেজের অনুরোধ করা হয়।