• June 16, 2025

খাগড়াছড়িতে ছাত্রদল নেতা সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতিতে প্রতিবাদ সমাবেশ

 খাগড়াছড়িতে ছাত্রদল নেতা সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতিতে প্রতিবাদ সমাবেশ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে রোববার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল ব্যানারে খাগড়াছড়ি চেংগি স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্ররা।

খাগড়াছড়ি সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মোঃ মাসুদ এর নেতৃত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহিন আলম, চিংহ্লা চৌধুরী, দপ্তর সম্পাদক রফিক হোসেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার ৫ দিন পার হয়ে গেলেও প্রশাসনের কোনো সুষ্ঠু তদন্ত দেখতে পাইনি। সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতি হচ্ছে বলে দাবি জানান এবং হত্যাকান্ডে জড়িত মূল ঘাতক ধরা ছোঁয়ার বাইরে। সাম্যের হত্যা কান্ডে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্য’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post