খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

খাগড়াছড়ি প্রতিনিধি: সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -১৫ সেবা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে খাগড়াছড়ি পৌরসভা ও সিভিল সার্জন এর আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর এর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা ও সিভিল সার্জন মোঃ ছাবের।
এখইভাবে খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ১০টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ী ভাবে ৯৩৮টি কেন্দ্রে মোট ১৮৯২ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১ লক্ষ শিশু একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো বে জানিয়েছেন খাগড়াছড়ি সিভিল সার্জন।
এসময় তিনি আরও বলেন, সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আওতায় আনা তাদের একমাত্র লক্ষ্য। যাতে শিশুরা সুস্থ থাকতে পারে। শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বারে। কোনো শিশুই যেন ঝরে না পরে।