• June 16, 2025

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

 খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: ভূমি সেবা ও ভূমি সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং সদর উপজেলা ভূমি অফিসের খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

এ উপলক্ষে ২৫ মে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খান্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জুলাই গণঅভ্যুত্থানে আহত (‘সি’ ক্যাটাগরি) এমআইএসভুক্ত ও গেজেটভুক্ত “জুলাই যোদ্ধা” দের অনুকূলে সম্মাননা ও চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোঃ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিশিষ্ট ব্যক্তিরা।

জানা গেছে, উপজেলা জেলা পরিষদ কার্যালয়ে রেকর্ড রুমের সেবা, জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবার মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়ির যে কোন প্রান্তের ভূমি বিষয়ক সেবা অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদান, আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post