• April 23, 2025

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়লো বিলাসবহুল গাড়ি

 খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়লো বিলাসবহুল গাড়ি

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারায় কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ-১৫.৭৬৩০) নম্বরের একটি বিলাসবহুল গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে পথিমধ্যে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

তবে গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি।

উল্লেখ,শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ফেলে গেছেন, বাড়ী, গাড়ি ও রিসোর্টসহ হাজার কোটি টাকার সম্পদ। দখল, প্রতিপক্ষকে নির্যাতন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাশাপাশি তার বিরুদ্ধে ছিল নারী কেলেংকারী, মদ ও জুয়ার আসর বসানোর অভিযোগ।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন, রাতে একটি গাড়িতে লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর শুনে পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ির মালিকানা নিশ্চিত করতে বিআরটিএর নিকট পাঠানো হয়েছে। চালক পালিয়েছে। অপর দিকে এই ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলো একে অপরকে দোষারোপ করছে।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post