• April 29, 2025

খাগড়াছড়িতে ফিলিস্তিনির উপর ইসরাইলি নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 খাগড়াছড়িতে ফিলিস্তিনির উপর ইসরাইলি নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরাইলি নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে জুমার নামাজের পরেই আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ি জেলা শাখা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো বক্তারা। একই সাথে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান জনসাধারণকে।

এ সময় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি আবু তাহের আনসারি,
সহ সভাপতি আব্দুর বর রাজা, খাগড়াছড়ি বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি, পেশ ইমাম মোঃ সালাউদ্দিন।

বিক্ষোভ সমাবেশ শেষে যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post