• May 1, 2025

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ করে।

এবং পৌর টাউন হল সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন , খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন.আবছার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক একরাম হোসেন রানা, জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ প্রমুখ।

এছাড়াও ৯টি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post