খাগড়াছড়িতে বিএনপি’র উদ্যোগে “কোভিড-১৯ করোনা হেল্প সেন্টার” উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপি'র উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে "কোভিড-১৯ করোনা হেল্প সেন্টার" উদ্বোধন করা হয়। ১৪ জুলাই  জেলা বিএনপি কার্যালয়ে

লক্ষ্মীছড়িতে জাতীয় ভোটার দিবস পালন
মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ
পানছড়িতে এক গৃহহীনকে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ঘর উপহার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে “কোভিড-১৯ করোনা হেল্প সেন্টার” উদ্বোধন করা হয়। ১৪ জুলাই  জেলা বিএনপি কার্যালয়ে “কোভিড-১৯ করোনা হেল্প সেন্টার” উদ্বোধন করেন সাবেক এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা বিএনপি উদ্দেগ্যে, জেলা বিএনপি অফিসে “করোনা হেল্প সেন্টার” উদ্বোধন করার পর  প্রথমদিনে দুইজন অসহায় রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা হয়। এছাড়াও করোনা হেল্প সেন্টার উদ্বোধন শেষে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে জেলা বিএনপির পক্ষ হতে খাবার বিতরণ করা হয়। এই সেবা প্রতিদিন যা চলমান থাকবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর মোরশেদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আলম সুমন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামসহ জেলার অঙ্গ ও সহযোগী সঙ্গঠনের সিনিয়র নেতৃবৃন্দরা।