খাগড়াছড়িতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স এর মাসিক সমন্বয় সভা ও মরনোত্তর ব্যক্তিকে চেক প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মাসিক সমন্বয় সভা ও মরনোত্তর ব্যক্তিকে চেক প্রদান করা হয়। সোমবার (১৯ মে, ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স এর কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রাহকদের নিয়ে কোম্পানির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড খাগড়াছড়ি জেলা শাখার ডেপুটি ম্যানেজার মুহম্মদ ইলিয়াস – উজ – জামান এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ হোসেন, খাগড়াছড়ি বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, খাগড়াছড়ি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স জেলা শাখার কর্মকর্তা মোঃ মাসুম।
এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে গিয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের সেবায় অর্থ গচ্ছিত রাখার জন্য সন্ধানী ইনস্যুরেন্স এ পলিসি করার জন্য উদ্বুদ্ধ করেন। এই ইনস্যুরেন্স পলিসি’র মাধ্যমে গ্রাহকদের টাকা একদিকে যেমন অর্থ সঞ্চয় হবে অপর পাশে ভবিষ্যতে গচ্ছিত অর্থ কাজে লাগবে গ্রাহকদের। আর সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এ পলিসি ভুক্ত কোনো ব্যক্তি যদি এক কিস্তি দেওয়ার পর যদি মারা যায় তখন মারা যাওয়া ব্যক্তির পরিবারকে বীমা কোম্পানি পূর্ণ টাকা পরিশোধ করে দেয়।
মাসিক সমন্বয় সভা শেষে খাগড়াছড়ি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মৃত্যু বরণ করা গ্রাহক মরহুম মোঃ ইকবাল এর পরিবার’কে মরনোত্তর ১ লক্ষ ২০ হাজার টাকা চেক প্রদান করা হয়।
মরনোত্তর পরিবার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে চেক পেয়ে আবেগে আপ্লূত এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে।