• February 19, 2025

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

 খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তিনি বলেন যেহেতু আমাদের নিজ জেলায় চাকুরী করার সুযোগ তাই যে জেলায় সরকার আমাদের বদলি করে সেটাই আমার জেলা মনে করে জনকল্যাণে কাজ করতে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। যে কোনো সময় যেকোনো প্রয়োজনে আমার দরজা খোলা, কোনো বিরক্ত হবোনা এতটুকু নিশ্চয়তা দিতে পারি।

১৬জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্ব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত জেলা প্রশাসক জেলার কর্মরত সকল সাংবাদিকদের সংবাদ পরিবেশনের স্বাধীনতার পাশাপাশি পাহাড়ের সম্প্রীতি রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিকতর সতর্কতা অবলম্বন  করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার,প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য,সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post