খাগড়াছড়িতে ১০ দিন ব্যাপি ভিডিপি ও টিডিপি প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলায় ১০ দিন ব্যাপি ভিডিপি ও টিডিপি প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৮ মে থেকে জেলার সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা ও রামগড়সহ ৮টি উপজেলার ৪৯৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-৪র্থ ধাপ ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপের এ প্রশিক্ষণটি সকাল ৮টা থেকে চলে দুপুর ১ টা পর্যন্ত। প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের’কে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ ও দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা। এছাড়া প্রশিক্ষণের অন্যান্য উদ্দেশ্য হচ্ছে আইন-শৃংখলা রক্ষা এবং অন্যান্য দায়িত্ব দক্ষতার সাথে পালনে করা, প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা ও দৈহিক উৎকর্ষ সাধনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত করা, আভিযানিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে গড়ে তোলা। দেশ-মাতৃকার যে কোন প্রয়োজনে নিজেকে উৎসর্গ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করা।
খাগড়াছড়ি জেলার জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র চেঙ্গীতে সদর উপজেলার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রোকেয়া পারভীন, সদর, খাগড়াছড়ি, উপজেলা প্রশিক্ষক, দলনেতা-দলনেত্রী। উক্ত প্রশিক্ষণে ৮ টি উপজেলায় ৪৯৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন বলে আয়োজকরা জানান।