খাগড়াছড়িতে ৫’শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 খাগড়াছড়িতে ৫’শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: মানবতা হচ্ছে এমন একটি বিশ্বাসের প্রক্রিয়া যা সাধারণ মানুষের প্রয়োজন এবং মানুষের সমস্যাবলীর যৌক্তিক পন্থায় সমাধানে কেন্দ্রীভূত। মানুষের নিজের অভিজ্ঞতা থেকে ভাল-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্ক বিচারের শক্তি অর্জনই হচ্ছে মনুষ্যত্ব। সমাজের প্রতিটি মানুষের স্বার্থের প্রতি সুগভীর অনুরাগই মানবতা। ভদ্রতা, পরোপকার, দয়া,সমালোচনা, ক্ষমা প্রভৃতি মনুষ্যোচিত গুণাবলী মানবতার জন্য বিকাশে তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করে। মানুষের মধ্যে দু’টি সত্তা বিদ্যমান-জীবনসত্তা ও মানবসত্তা। জীবসত্তার কাজ প্রাণ ধারণ, আত্মরক্ষা ও বংশ রক্ষা। মানুষ নিজের মধ্যে একটি সত্তার অনুভব করে এটাই মানব জীবনের শ্রেষ্ট দিক। মানুষের রূপ ও কল্পনাকে মানবোচিত করাই মনুষ্যত্ব। বোধ শক্তি সম্পন্ন সৃষ্টি হল মানুষ; এই বোধের বহিঃপ্রকাশই মানবতা। মানবতার যথার্থ বিকাশের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই মানবতার মূলমন্ত্রকে বুকে ধারণ করে জয়পুরহাট স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এবং ইয়েস বাংলাদেশসহ ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫শতাধিক পরিবারের মাঝে তিন দিনব্যাপী খাদ্য সমাগ্রী উপহার বিতরণ ও বন্যায় গৃহহীন পরিবারের জন্য পূণর্বাসন ও গৃহনির্মাণ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

গত ৫সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপি খাগড়াছড়ি জেলার ২১টি প্রত্যন্ত গ্রামে বন্যার পরবর্তী ক্ষতিগ্রস্ত এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী,বস্ত্র ও বিশদ্ধ পানি উপহার সামগ্রী হিসেবে এলাকায় এলাকায় বিতরণ করা হয়।

খাগড়াছড়ির জেলার সদর উপজেলায় এতিমখানা,দীঘিনালা উপজেলার লম্বাছড়া পাড়া,তারাবুনিয়া,মহালছড়ি উপজেলা ও পানছড়ি উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং বন্যায় বসতবাড়ি ভেঙ্গে যাওয়া একটি পরিবারের মাঝে গৃহনির্মাণ বাবদ নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ খাদ্য সামগ্রী উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন ইয়েস বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি’র প্রেসিডেন্ট মো. শামিম আহমেদ, জয়পুরহাট জেলা’র ১৪ টি সংগঠনের জয়পুরহাট সমন্বয়ক ওস্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি মো. সালেহুর রহমান সজীব, ইয়েস বাংলাদেশ’র এডমিন অফিসার সোহাগ হোসেন,ইউনিট লিডার যমুনা পাড় মুক্ত স্কাউট গ্রুপ’র প্রতিনিধি আমিনুল ইসলাম মিম,জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককারী কে এম সাজিন,বিএনসিসি’র সিইউও আল আমিন ফকির, উদীয়মান বাংলাদেশ’র প্রতিনিধি ফারজান হোসেন,ইয়েস বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলার ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,জেলা এনসিটিএফ’র প্রাক্তন সভাপতি শচীন দাশসহ জয়পুরহাট জেলার ১৪টি সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post