খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরন করা হয়েছে। সোমবার শহরের কলাবাগান এলাকায় চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে এসব সামগ্রি বিতরন করা হয়। জেলা সদরের ৪১ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৬ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরন করা হয়। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রি পদমর্যাদা সম্পন্ন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সভাপতিত্ব করেন খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহসভাপতি দীঘিনালা উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ কাশেম।