খাগড়াছড়ি জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে এ আয়োজিত মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা-উপজেলার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার সমস্যা, পিছিয়ে পড়ার কারণ এবং সমস্যা থেকে উত্তরণে উন্নয়নে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস ও সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু সহ ৯টি উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিকরা সাংবাদিকরা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় মতবিনিময় করেন।