খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা। ৯ জুলাই বুধবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে দশম অন্তর্বর্তী পরিষদের এই সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে শেফালিকা ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ির উন্নয়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি চাই এই পরিষদ দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে কাজ করুক। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ, পরিষদের অন্যান্য সদস্য, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।