• February 19, 2025

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

 খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মো.আকতার হোসেন, বার্তা ডেস্ক:-

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয়ে শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় এডহক কমিটির আয়োজিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যমুনা টেলিভিশনের খাগড়াছড়ি স্টাফ করেসপনডেন্ট ইউনুস শাহরিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ইশতেয়াক আহমেদ নিপু-কে নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে মাছরাঙা টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্য, সহ-সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের বিপ্লব তালুকদার ও অর্থ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের খাগড়াছড়ি প্রতিনিধি নুরুচ্ছাফা মানিককে নির্বাচিত করা হয়।

এর আগে, এডহক কমিটির আহ্বায়ক লিটন ভট্টাচার্য রানার সভাপতিত্বে সাধারণ সভায় কমিটির নতুন সদস্য হিসেবে দৈনিক দিনকালের খাগড়াছড়ি প্রতিনিধি ইশতেয়াক আহমেদ নিপু, যমুনা টেলিভিশনের খাগড়াছড়ি স্টাফ করেসপনডেন্ট শাহরিয়ার ইউনুসকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও সদস্য পদ অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে এডহক কমিটির বৈঠকে।

নতুন নেতৃত্বে আসা কমিটির নেতৃবৃন্দ জানান, পেশাগত মান মর্যাদা বৃদ্ধি ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পেশাদার সাংবাদিকদের মধ্যে সুসম্পর্কের বন্ধন দৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এরমাধ্যমে জেলার পেশাজীবি সাংবাদিকদের অধিকার আদায়সহ কর্মতৎপরতা জোরদারে ভূমিকা উদ্যোগ নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post