খাগড়াছড়িতে চাঞ্চল্যকর প্রতিবন্ধি নারীকে গণধর্ষন ও ডাকাতির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে আলোচিত ও চাঞ্চল্যকর প্রতিবন্ধি নারীকে গণধর্ষন ও ডাকাতির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে ৫৯ কার্য দিবসে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে

আজ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী
দীঘিনালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
এবার গুইমারা থানা পুলিশ বন্ধ করলো শীলং জুয়া

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে আলোচিত ও চাঞ্চল্যকর প্রতিবন্ধি নারীকে গণধর্ষন ও ডাকাতির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে ৫৯ কার্য দিবসে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

১৮ ডিসেম্বর শুক্রবার সকালে খাগড়াছড়ি কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের মাধ্যমে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মো: গোলাম আফছার। ঘটনার ৫৯ কার্যদিবসের মধ্যে দেশব্যাপী আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করলো। অভিযোগপত্রে সাইফুল ইসলাম ও ওমর ফারুক নামে দুই আসামীকে পলাতক দেখানো হয়েছে।

আদালতে অভিযোগপত্র দাখিলের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো: আব্দুল আজিজ বলেন, মামলায় আসামীরা আজ্ঞাত হলেও পুলিশ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত ৯ আসামীকে চিহিৃত করে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর দুই আসামীকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, গণধর্ষনের ঘটনায় দুটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে। ডাকাতির মামলাটি এখনো তদন্ত চলছে।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রাতে ৯ নর-পশু খাগড়াছড়ি জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় বিন্দু লাল চাকমার ডাকাতির নামে তান্ডবলীলা চালায়। ৯ সদস্যের ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে নিয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে দলবেধে ধর্ষণ করে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।

ধর্ষিতার মা ২৪ সেপ্টেম্বর বিকালে ৯ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা করেন। পুলিশ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের চিহিৃত করে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার রামগড়ের মো: আমিন ওরফে নুরুল আমিন(৪০), দারোগা পাড়ার থেকে মো: অন্তর, জেলা সদরের কুমিল্লা টিলার মো: বেলাল হোসেন(২৩), গুইমারার বড় পিলাকের মো: ইকবাল হোসেন(২১) ও মো: শাহীন মিয়া(১৯), মাটিরাঙার আদর্শ গ্রামের মো: আব্দুল হালিম(২৮) এবং মুসলিম পাড়ার মো: আব্দুর রশীদকে গ্রেফতার করে ও ডাকাতির মালামালসহ ডাকাতির সময় ব্যবহৃত সিএনটি অটো রিক্সাটি উদ্বার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৭ আসামীর মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।