খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে পালিত হয় জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ফেব্রুয়ারি বুধবার জেলা সরকারি গণগ্রন্থাগার-এর সামনে থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।