খাগড়াছড়িতে জোনকাপ ফুটবল টুনামেন্টের’ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্টে’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে টুর্ণামেন্টের ফাইনাল খেলার জাঁকজমক আসর অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সানরাইজ ক্লাব একাদশকে ১-০ গোলে ঠাকুরছড়া জাগরণী ক্লাব একাদশকে পরাজিত করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন ২২ বীরের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল ইসলাম। এ সময় খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কামরুজ্জাামান, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মোর্শেদুল হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টুর্ণামেন্টে খাগড়াছড়ি সদর জোন এলাকার ৮ টি দল অংশগ্রহণ করে।