• December 11, 2024

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। এ উপলক্ষে বৃহষ্পতিবার জেলা শহরের কদমতলী এলাকা থেকে দলটির উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কোর্ট বিল্ডিং, শাপলা চত্বর সড়ক হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ করে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা, জাহেদুল আলমসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post