• December 13, 2024

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: র‌্যালি, আলোচনা সভার মধ্ যদিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে টাউন হলের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি নেতৃত্ব দেন। র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিন শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাং আহমার উজ্জামান, সিভিল সার্জন মো: ইন্দ্রিস আলী, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম।

বক্তারা অটিজম শিশুদের সমাজের অংশ হিসেবে উল্লেখ করে তাদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে অটিজম শিশুদের মাঝে ভাতা বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post