• February 9, 2025

খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

 খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১মে সোমবার জেলা শহরের কলাবাগানস্থ আদর্শ যুব সংঘ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজনক করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া। জেলা ছাত্রদল সভাপতি সাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে মাওলানা নুরুল আমিন দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ সভাপতি এডভোকেট মন্জুর মোর্শেদ ভূইয়া ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ক্ষণি রন্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি)

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post