মহালছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে অনলাইন ক্লাশ’র উদ্বোধন

 মহালছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে অনলাইন ক্লাশ’র উদ্বোধন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি কমাতে শিক্ষার বিকল্প ব্যবস্থা হিসেবে Google Meet এর মাধ্যমে ক্লাশ উদ্বোধন করা হয়েছে।

৩০ মে রবিবার সকাল সাড়ে ১২ টায় মহালছড়ি এপিবিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক ইকবাল হোসেন এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মঈনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি খীসা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে স্কুল দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছে। এ পরিস্থিতিতে কোমলমতি শিশুরা যাতে বাড়িতেই তাদের পড়ালেখা অব্যাহত রাখতে পারে সেজন্য বিকল্প শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রত্যেক স্কুলে Google Meet এর মাধ্যমে অনলাইন ক্লাশ চালু করার উদ্যেগ নেয়া হয়েছে। তিনি আরো শিক্ষকদের প্রতি উদ্দেশ্য করে বলেন, কোন শিক্ষার্থী যাতে বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখা এবং বিশেষ করে প্রান্তিক শিক্ষার্থীদের যাদের ঘরে স্মার্ট ফোন নেই, ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য প্রতি ঘরে ঘরে ওয়ার্কশীট বিতরন করে মূল্যায়ন পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post