গুইমারাতে নগ্ন ভিডিও ধারনের অভিযোগে মামলা, আটক ১
খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারায় গোসল করার সময় গোপনে ৭ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর নগ্ন ভিডিও ধারন করার কারনে মিলন বিকাশ ত্রিপুরার নামে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মিলন বিকাশ ত্রিপুরা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির অরুন পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে।
রবিবার (১৬মে) চারটার দিকে (নাম প্রকাশ করা হলো না) মেয়ে গোষল করার সময় দেখে মিলন গোসল খানার উপরে বসে তার ভিডিও ধারন করছে। সে বিষয়টি প্রতিবেশীদেও জানালে ,তারা মিলনকে মোবাইল সহ আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। মালিক বাসায় এসে ঘটনার বিবরন শুনে সন্ধ্যায় থানায় গিয়ে মিলনের বিরুদ্ধে মামলা করেন।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান জানান,একমাস আগে মিলন ত্রিপুরা বিজিবি হাসপাতালে চাকুরিরত রিমা ত্রিপুরাকে বিয়ে করে।নবদম্পতিকে নিয়ে জালিয়াপাড়া হোসেন আলীর বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতো। পাশাপাশি রুমে দুই কন্যা সন্তানকে নিয়ে থাকেন। সেও বিজিবি হাসপাতালে আয়ার কাজ করে। মেয়েরা গোসল করার সময় বেশ কিছুদিন যাবৎ মিলন গোপনে ভিডিও ধারন করতো। পরে তার স্ত্রী ডিউটিতে গেলে বন্ধুদের নিয়ে ওই ভিডিও দেখতো।এঘটনায় মোবাইল ফোন জব্দকরা সহ মিলনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।তাকে খাগড়াছড়ি র্কোট হাজতে প্রেরন করা হয়েছে।