• April 19, 2025

আলুটিলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে জ্ঞানেন্দু চাকমা(৪০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। ১২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় মাটিরাঙা উপজেলার আলুটিলা পর্যটন এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পুলিশ জানায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের আলুটিলা অংশে জ্ঞানেন্দু চাকমা ইউপিডিএফ প্রসিত গ্রুপের হয়ে চাঁদা আদায়ের দায়িত্ব পালন করত। সে মহালছড়ি উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেলে আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকার জঙ্গলে গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

এ ঘটনার জন্য প্রতিপক্ষ জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপকে দায়ী করেছেন ইউপিডিএফর মুখপাত্র নিরন চাকমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post