ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খাগড়াছড়ির উদ্যোগে বিজয় দিবস উদযাপন
এস. এম. ইউছুফ আলী: রবিবার (১৬ ডিসেম্বর) খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে বিজয় দিবস/২০১৮ উপলক্ষ্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সাধারণ সম্পাদক সুজন চাকমা’র সঞ্চালনা এবং সভাপতি উমা প্রসাদ বড়ুয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিজয় দিবসের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ দিকনিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রিয়াজুর রহমান, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা কৃষক লীগ এস. এম. ইউছুফ আলী, খাগড়াছড়ি জেলা শাখা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সাবেক সভাপতি জ্যোতি বড়ুয়া, বর্তমান সহ-সভাপতি নীতি ভূষন চাকমা প্রমূখ।