খাগড়াছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম নিলেন বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিল
খাগড়ছড়ি প্রতিনিধি: আগামী ১৬ জানুয়ারি খাগড়ছড়ি সদর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন।
১৫ ডিসেম্বর মঙ্গলবার তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এসময় জেলা পৌর বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির মেয়র প্রার্থী মো. ইব্রাহীম খলিল জানান, পৌর জনগণের ন্যায্য অধিকারসহ অতিরিক্ত করের কমানো ও খাগড়াছড়ি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন। ধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন। অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ শহরে বিনোদন কেন্দ্র গড়ে তুলবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোই চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুশরাত হোসেন বাপ্পি,সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।