খাগড়াছড়ি সদর জোন কর্তৃক আর্থিক অনুদান বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর জোন’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।৮জুন বুধবার সকালে খাগড়াছড়ি সদর জোনের প্রাঙ্গনে এ আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন।
এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি জোন সদরে গরীব অসহায় পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের সেবা প্রদানের লক্ষে খাগড়াছড়ি সদর জোন অতীত থেকে অদ্যাবধি পর্যন্ত নিয়মিতভাবে পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সেবায় মানুষের পরম ধর্ম। ধর্ম-বর্ণ-নির্বিশেষে এ এলাকার সকল অসহায় ও দুস্থ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে। এদেশের সকল নাগরিকের দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।