খাগড়াছড়ি স্বনির্ভরে হত্যাকান্ডের ঘটনায় পুলিশের মামলা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি শহরে স্বনির্ভর এলাকায় হত্যাকান্ডের ঘটনায় পুলিশ গতকাল রাতে মামলা রুজু করেছে। এ মামলায় ১৫/২০ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে বলে জানা গেছে। এ দিকে হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফ(প্রসীত) সমর্থিত তিন সংগঠনের ডাকে অর্ধবেলা সড়ক অবরোধ চলছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু সাংবাদিকদের জানান, নিহতের পরিবারগুলোকে মামলা করার জন্য বার বার অনুরোধ করা সত্ত্বেও মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে ১৫/২০ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা করেছে। মামলা নং ১২, তারিখ: ১৯.০৮.২০১৮ইং।
এদিকে সন্ত্রাসী হামলায় ৬ নিহতের পর সন্ত্রাস নির্মূলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে খাগড়াছড়িতে রবিবার বিকাল থেকে সহস্রাধিক সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর চিরুনী চলছে।খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে নিরাপত্তা বাহিনী।
আধিপত্য বিস্তারের জেরে গত শনিবার সকালে খাগড়াছড়িতে স্বনির্ভর বাজারে সন্ত্রাসী হামলায় তিন পথচারীসহ সাত জন নিহত হয়।