মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন ও রোগমুক্তি কামনায় খাগড়াছড়
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন ও রোগমুক্তি কামনায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেন’র পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও সহ-সভাপতি মাস্টার মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সহ-সভাপতি মাওলানা মো. ওয়ালিউল্লাহ।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার, বিএনপি নেতা মো. আবুল হাসেম ভূঁইয়া, মো. এনামুল হক, মো. আলী নূর, যুবদলের আহবায়ক মো. মোশাররফ হোসেন, যুগ্ন আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. মহি উদ্দীন কিশোর প্রমূখ।
বক্তব্য শেষে দলের চেয়ারপার্সনের জন্মদিন ও রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।