মহালছড়িতে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা

মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর (বুধবার) সকাল ১০ টার সময় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, মহালছড়ি জোন প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার ইসা লস্কর। উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি খীসা, মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাজাই মারমা, বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় উপজেলার ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, বনজ সম্পদ রক্ষা, নিরাপদ খাদ্য সংক্রান্ত ও এলাকা ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য ও আইন শৃংখলা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।

Read Previous

মানিকছড়িতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ‘অগ্নিমহড়া’

Read Next

পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে -নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার