পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে -নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার: পাহাড়কে অশান্ত করার সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সব ধরনের অপ-প্রচার আর ষড়যন্ত্রকে মোকাবেলা করে সাধারন মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী কাজ করবে। সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কিছুই সহ্য করা হবে না। ৯ অক্টোবর বুধবার গুইমারা নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান আরো বলেন, পাহাড়ি-বাঙ্গালিসহ সকলকে ঐক্যবদ্ধভাবে পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি, এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও ওয়াছু মৌজার মৌজা প্রধান অংপ্রু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. তরিকুল ইসলাম, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুত বড়ুয়া, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ সাংবাদিক, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এছাড়া গুইমারা রিজিয়নের বিএম ফজলে রাব্বীসহ পদস্থ্য সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।

Read Previous

মহালছড়িতে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা

Read Next

নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার’র লক্ষ্মীছড়িতে মতবিনিময় সভা