• September 11, 2024

খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ করলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় খেলোয়ারদের মাঝে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে জার্সি বিতরণ করা হয়েছে। ৫ আগস্ট লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, পিএসসি,জি জার্সি বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি জোনের স্টাফ অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, দুল্যাতলী ইউনিয়নের মেম্বার পাড়া একাদশ, একদা ভালোদি সংঘ ও পূর্ব দেওয়ান পাড়া অবসর ক্লাবের খেলোয়ারদের মাঝে এ জার্সি বিতরণ করা হয়।

উল্লেখ্য দুল্যাতলী ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় ক্লাবগুলো জার্সির অভাবে খেলায় অংশ নিতে পারছিলেন না। উক্ত ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে খেলাধুলাকে উৎসাহ দিতে ক্লাব গুলোর মাঝে লক্ষ্মীছড়ি জোন এর পক্ষ হতে জার্সি বিতরণ করা হলো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post