• December 1, 2024

গুইমারাতে সস্প্রীতি কনসার্টের মধ্য দিয়ে শেষ হলো শান্তি চুক্তির বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহস্রাধিক পাহাড়ী-বাঙ্গালী মানুষের সরব উপস্থিতি ও সম্প্রীতি কনসার্ট ও বর্নিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি’র গুইমারাতে শেষ হল পার্বত্য শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে ২দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার।

চুক্তির ২১তম বর্ষপুর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারাতে গুইমারা ও মানিকছড়ি উপজেলা প্রশাসন এবং গুইমারা রিজিয়নের উদ্যোগে ২ডিসেম্বর সকালে শান্তি র‌্যালী, আলোচনা সভা, সাদা পায়রা উঠিয়ে, ফিতা কেটে ২দিনব্যাপী শান্তি মেলার উদ্বোধন সহ বর্ণাঢ্য আয়োজনের উদ্ধোধন করেন ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

৩ডিসেম্বর সোমবার মেলার দ্বিতীয় ও সমাপনী দিনে সন্ধ্যায় আকাশ ঝলসানো আতশবাজী প্রদর্শনী ও শান্তি কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল হাই, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আহমারুজ্জামান।

প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে শান্তি চুক্তি হতো না। পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে এখন উন্নয়নের চিত্র দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বে ও বর্তমান সরকার পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৭সালে আগে ও বর্তমান সময়ে দিকে লক্ষ্য করলেই বুঝা যাবে চুক্তির গুরুত্ব। তিনি অপপ্রচারকারীদের ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে দেশকে ভালোবেসে পার্বত্য জনগোষ্ঠির উন্নয়নে একযোগে কাজ করার আহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মিজানুর রহমান, গুইমারা বিজিবি হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল সাদিক, রামগড় বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম, পলাশপুর বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লা মিরাজুল আলম, যামিনীপাড়া বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কর্ণেল মাহমুদুল হক, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা, উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সহস্রাধিক দর্শক।

মেলায় মুল আকর্ষণ ছিল শান্তি কনসার্টে ক্লোজআপ তারকা ও দেশের খ্যাতিমান জনপ্রিয় কন্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। প্রথম পর্যায়ে স্থানীয় ও খাগড়াছড়ি থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা ও দ্বিতীয় পর্যায়ে কৌতুক শিল্পী কায়কোবাদ, নিশিতা বড়ুয়ার একের পর এক মত মাতানো গানে পুরো গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post